চাকরির Interview-তে ঢুকতেই, প্রথম প্রশ্নটা আসে-
“Tell me about yourself.”
শুনতে যতটা সহজ লাগে, বাস্তবে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি Fresh Graduates-দের মাথা ঘুরিয়ে দেয়। আপনি হয়তো বছরের পর বছর ধরে পড়াশোনা করেছেন, Projects করেছেন, Degree হাতে পেয়েছেন। কিন্তু এই একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেন সবকিছু এলোমেলো হয়ে যায়।
মনে হয়, “আমি এত কিছু করেছি, কোন দিক থেকে শুরু করবো?”
এই প্রশ্নটা আসলে একধরনের Filter, Interviewer দেখতে চায়, আপনি নিজেকে কিভাবে Present করেন। আপনার Thought Process, আপনার Communication Style- সবকিছুর একটা ঝলক এখানে মেলে।
কিন্তু দুঃখজনকভাবে, আমাদের Educational System-এ এর জন্য কোনো Preparation দেওয়া হয় না। আমরা CGPA বাড়াতে ব্যস্ত থাকি, Certificates জমাই, কিন্তু নিজের Story Professionalভাবে বলা, এই Skill টা রয়ে যায় একেবারে অনুশিক্ষিত।
তাই যখন Interviewer বলে, “Tell me about yourself”, তখন আমরা হয় Life History বলি, School কোথায় পড়েছি, কোন গ্রামে বড় হয়েছি বা একটা অসমাপ্ত গল্পের মতো এলোমেলো কথা বলতে থাকি।
আর Interviewer, ধীরে ধীরে, Interest হারিয়ে ফেলে।
কখনও কখনও, তারা মনে মনে ঠিক করে ফেলে: “Next candidate please.”
কেন হয় এটা?
কারণ আমরা জানি না ঠিক কী বলাটা উচিত।
আমরা ভাবি, Interview মানেই পুরা জীবনের গল্প বলা। কিন্তু আসলে, Interviewer চায় একটা Crisp, Relevant, এবং Professionally Framed Answer।
উদাহরণ হিসেবে ভাবুন, আপনি যদি একটা বই Launch করতে যান, আপনি কি পুরো Book পড়তে দিবেন? নাকি Highlight আর Key Points তুলে ধরবেন?
Interview-এ “Tell me about yourself” হলো ঠিক সেই Highlight Show করার সময়।
তাহলে সঠিক Approach কী হওয়া উচিত?
একটা Strong “Tell Me About Yourself” উত্তর গড়ার জন্য, নিচের এই ৫টি Key Pointer ধরলেই আপনি সহজে একটা Job-Relevant, Confident Introduction দিতে পারবেন- যেটা Interviewer-কে Impress করবে:
1. নাম ও ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন
আপনার নাম এবং আপনি কোন জেলা বা শহর থেকে এসেছেন, সেটা সংক্ষেপে বলুন।
উদাহরণ: “I’m Tasfia from Rajshahi.”
2. বিশ্ববিদ্যালয়, প্রোগ্রাম, মেজর, এবং CGPA
আপনি কোন University থেকে কোন Program করছেন বা করেছেন, সেটাও Mention করুন। যদি GPA ভালো হয়, তখন সেটাও Include করতে পারেন।
উদাহরণ: “I’ve recently completed my BBA in Marketing from North South University with a CGPA of 3.65.”
3. Extra-curricular Activities (ECA)
আপনি যদি কোনো Club-এ কাজ করে থাকেন, Leadership Role নিয়ে থাকেন বা Competitions-এ অংশ নিয়েছেন- তাহলে এগুলো বলুন।
উদাহরণ: “I was the Event Coordinator at the Marketing Club, where I organized several industry meetups.”
4. Projects, Internship বা Volunteering Experience
আপনার Academic Projects, Freelancing, Internship, কিংবা Volunteer কাজ- সবকিছুই Job-Relevant অভিজ্ঞতা।
উদাহরণ: “During my internship at ABC Ltd., I worked closely with the digital marketing team and conducted competitor research.”
5. Career Goal বা Motivation
সবশেষে সংক্ষেপে বলুন, আপনি কেন এই Job-এ আগ্রহী। এতে Interviewer বুঝবে, আপনি Goal-Oriented।
উদাহরণ: “I’m excited about this role because I want to work in a fast-paced environment where I can apply my creative and analytical skills.”
এই Structure ফলো করলে, আপনার Introduction হবে Short, Relevant এবং Confident- ঠিক যেটা Interviewer খুঁজে।
আরও এমন Guide পেতে, আমাদের Social Media তে Follow করে রাখুন!
আর যদি Career-Related কোনো Confusion থাকে, কোনো দ্বিধা না করে Inbox করুন CareerBuzz-কে। We’re always here to guide you. 🌟
Practice is the Key.
আপনি যদি মনে করেন Interview table-এ গিয়ে নিজে নিজে সব সামলে ফেলবেন, সেটা ভুল ধারণা।
Interview-তে আসলে এতটা Nervous Feel হয় যে Unpracticed উত্তর গুলো এলোমেলো হয়ে যায়।
তাই ঘরে Practice করুন। Mirror-এর সামনে দাঁড়িয়ে বলুন, Voice Record করে শুনুন। বন্ধু বা পরিবারকে Interviewer বানিয়ে Practice করুন।
আর যদি Real Interview Experience পেতে চান, CareerBuzz-এর Mock Interview Service perfect একটা Solution.
Real-time Practice, Personalized Feedback আর Soft Skill Enhancement, সব এক জায়গায় পাবেন। এতে করে Interview-এর আগে আপনার Confidence Level একদম আলাদা হয়ে যাবে।
শেষ কথা।
“Tell me about yourself” কোনো সহজ প্রশ্ন না। এটা হলো আপনার Career Journey শুরু করার প্রথম দরজা।
যদি ঠিকঠাক উত্তর দেন, Interview-এর Tone Positive হয়ে যায়।
আর যদি থমকে যান, ভুল উত্তর দেন, Interview নেগেটিভ এর দিকে চলে যায়।
তাই সময় থাকতে নিজের Story বলার Skills গড়ে তুলুন।
নিজেকে চিনুন, Structure বানান, Practice করুন।
আর CareerBuzz-এর সাথে Journey শুরু করুন, কারণ আমরা বিশ্বাস করি, আপনি প্রস্তুত থাকলে, সাফল্য ঠিক আপনার দোরগোড়ায় এসে দাঁড়াবে।